Friday, August 22, 2014

আজাইরা UTILITY APPS দিয়ে ANDROID ফোন এর RAM ফ্রি করার ব্যার্থ চেষ্টা থেকে বিরত থাকুন, বেছে নিন SIMPLE & LITE METHOD, ফোন কে রাখুন সবচেয়ে বেশী স্পিডি… 1

আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি এক সাধারন নিয়মে করা অসাধারন মেথড Android Phone এর র‍্যাম ফ্রী রাখার জন্যে। আমরা যারা Android Phone এর ২৫৬/৫১২ / ১ জিবি র‍্যাম ইউজার তাদের প্রত্যেকেই চেষ্টায় থাকি ফোনের Background Running Apps গুলোকে Kill করে RAM এবং BATTERY দুটোকেই SAVE করতে... এ জন্যে আমরা DU Batter Saver Pro / SPEED BOOSTER / RAM BOOSTER / APPS KILLER নামের কতশত আজাইরা UTILITY Apps   ও  Install করে থাকি ফোন এ। কিন্তু সব চেষ্টাই মনপুত হয়না...বরং র‍্যাম এ এসব আজাইরা APPS গুলো বিশাল SPACE দখল করে রাখে, আর তাই এসব আজাইরা Utility Apps এখনি Uninstall করেন আর শুরু করেন এই সিম্পল প্রসেস। নিচের মত করে শুরু করেন...
আপনারা জানেন, কিছু কিছু Android Phone এ Android Assistant নামের একটি সিম্পল Utility App রয়েছে, যাদের নাই তারা Play Store থেকে এখনি ডাউনলোড করে নিন...এর পর এর সেটিংস অপশন এ যান ...

এখান থেকে AUTO BOOST এবং AUTO CACHE CLEANER টিক দিন...২য় চিত্রের মত...এবং CLEANING Frequency / Time সেট করে দিন দুটিতেই...এখানে আমি AUTO BOOST FREQUENCY (10 Minutes) এবং AUTO CACHE CLEAR FREQUENCY (6 HOUR) রেখেছি।



এবার mobile এর Settings এ গিয়ে About Phone এ যান, একেবারে নিচে BUILD NUMBER লিখার উপর ৫/৬ বার দ্রুত ট্যাপ / টাচ করুন, এতে করে আপনার ফোনের DEVELOPER OPTION টি চালু হবে...

এবার Back করে SETTINGS  এর DEVELOPERS OPTION এ ঢুকুন , এক্কেবারে নিচের দিকে গিয়ে DON'T KEEP ACTIVITIES এ টিক দিন এবং BACKGROUND PROCESS LIMIT (1) করে দিন। (উল্লেখ্যঃ DEVELOPERS OPTION এর এই কাজটি প্রতিবার REBOOT / SET ON করার ক্ষেত্রে ১ বার করে নিতে হবে) ব্যাস, কাজ শেষ।


এবার যেটা হবে তা হল, Android Assistant একদিকে আপনার সিস্টেম কে ১০ মিনিট পর পর বুস্টিং করতে থাকবে ,
অন্যদিকে DEVELOPERS OPTION এর BACKGROUND PROCESS LIMIT অপশন টি আপনার ফোনের background running Apps গুলোকে লিমিটেড করে রাখবে, এতে যেটা হবে তা হল, একদিকে আপনার ফোনের ব্যাটারি সেভ ও হবে অন্যদিকে র‍্যাম ও ফ্রী থাকবে...
প্রমাণ দেখতে চাইলে মাঝে মাঝে Android Assistant এ গিয়ে RAM স্ট্যাটাস টা খেয়াল করুন।
এবং ফোনের Performance এই আপনি বুঝে যাবেন কতটুকু কাজ হয়েছে... বাদ দিন অন্য সব আজাইরা Utility Apps.

Tuesday, August 5, 2014

Windows7 এর Administrator Password ভুলে গেলে Password Remove করার সহজ পদ্ধতি ।

আজকের টিউন, Windows7 এর Password ভুলে গেলে কিভাবে Password Remove করতে হয়। প্রথমে এখান থেকে Software টি riaz uddin sraban করে নেই।
১। Software টি ব্যবহার করার জন্য, কম্পিউটারের সাথে একটি USB বা Blank CD লাগিয়ে Software টি ইন্সটল করে Run করান। আমি USB তে ব্যবহার করেছি।
২। Password Reset Application টি USB বা সিডি তে Burn করেনিন, নিচের চিত্রের মত।





৩। এখানে যে Computer টি Locked হয়ে গেছে , সে Computer এর USB টা লাগিয় CPU কে Restart করে USB থেকে System কে Boot করান।
৪। নিচের চিত্রে দেখুন Please Select Windows installation to be processed এর মধ্যে ID = Path এবং 1 = C:\WINDOWS। এখন আপনার কাজ হবে Please enter your selection 1..1 or 0 to quit: এ 1 লিখে Enter করুন।

৫। তাহলে Windows এর মধ্যে যতগুলো User Account আছে সবগুলো Show করবে। আপনি যে User Account এর Password Remove করবেন তা Select করে Ok করুন। আমি এখানে Administrator এর Password Remove করব। তাই আমি 1 লিখে Enter করেছি।





৬। নিচের চিত্রের মত Confirm password Remove করার জন্য Y লিখে Enter করুন। Y লিখে Enter করার সাথে সাথে Password Remove হয়ে যাবে।

৭। এখন যে Window টা আসবে সেখানে লিখা আছে আপনি যদি অনন্য User Account এর Password Remove করতে চান তাহলে Y আর যদি Remove না করে Finish করতে চান, তাহলে N লিখে Enter করুন। আমি এখানে Finish করার জন্য N লিখে Enter করেছি।





৮। এখন আপনার USB টা Computer থেকে খুলে, Computer Restart করার জন্য যে কোন একটা Key তে ক্লিক করুন, তাহলে আপনার Computer টা Restart হবে ।
আপনার Computer টা হারিয়ে জাওয়া Password ছাড়া Open হবে। এখন আপনি ইচ্ছা করলে নতুন করে আবার Password দিতে পারবেন।
ধন্যবাদ সবাইকে আমার এই ছোট টিউনটি কষ্ট করে পড়ার জন্য। এবং এ টিউনটি যদি কারো কাজে লাগে তাহলে এ টিউনটি সার্থক হবে।

Friday, October 25, 2013

স্যামসাং মোবাইলের গুরুত্বপূর্ণ কোড, সিকিউরিটি কোড এখন আপনার কাছে !

Software version: *#9999#
IMEI number: *#06#
Serial number: *#0001#
Battery status- Memory capacity : *#9998*246#
Debug screen: *#9998*324# – *#8999*324#
LCD kontrast: *#9998*523#
Vibration test: *#9998*842# – *#8999*842#
Alarm beeper – Ringtone test : *#9998*289# – *#8999*289#
Smiley: *#9125#
Software version: *#0837#
Display contrast: *#0523# – *#8999*523#
Battery info: *#0228# or *#8999*228#
Display storage capacity: *#8999*636#
Display SIM card information: *#8999*778#
Show date and alarm clock: *#8999*782#
The display during warning: *#8999*786#
Samsung hardware version: *#8999*837#
Show network information: *#8999*638#
Display received channel number and received intensity: *#8999*9266#
*#1111# S/W Version
*#1234# Firmware Version
*#2222# H/W Version
*#8999*8376263# All Versions Together
*#8999*8378# Test Menu
*#4777*8665# GPSR Tool
*#8999*523# LCD Brightness
*#8999*377# Error LOG Menu
*#8999*327# EEP Menu
*#8999*667# Debug Mode
*#92782# PhoneModel (Wap)
#*5737425# JAVA Mode
*#2255# Call List
*#232337# Bluetooth MAC Adress
*#5282837# Java Version
Type in *#0000# on a Samsung A300 to reset the language
Master reset(unlock) #*7337# (for the new samsungs E700 x600 but not E710)
Samsung E700 type *#2255# to show secret call log (not tested)
Samsung A300, A800 phone unlock enter this *2767*637#
Samsung V200, S100, S300 phone unlock : *2767*782257378#
#*4773# Incremental Redundancy
#*7785# Reset wakeup & RTK timer cariables/variables
#*7200# Tone Generator Mute
#*3888# BLUETOOTH Test mode
#*7828# Task screen
#*#8377466# S/W Version & H/W Version
#*2562# Restarts Phone
#*2565# No Blocking? General Defense.
#*3353# General Defense, Code Erased.
#*3837# Phone Hangs on White screen.
#*3849# Restarts Phone
#*7337# Restarts Phone (Resets Wap Settings)
#*2886# AutoAnswer ON/OFF
#*7288# GPRS Detached/Attached
#*7287# GPRS Attached
#*7666# White Screen
#*7693# Sleep Deactivate/Activate
#*2286# Databattery
#*2527# GPRS switching set to (Class 4, 8, 9, 10)
#*2679# Copycat feature Activa/Deactivate
#*3940# External looptest 9600 bps
#*4263# Handsfree mode Activate/Deactivate
#*2558# Time ON
#*3941# External looptest 115200 bps
#*5176# L1 Sleep
#*7462# SIM Phase
#*7983# Voltage/Freq
#*7986# Voltage
#*8466# Old Time
#*2255# Call Failed
#*5376# DELETE ALL SMS!!!!
#*6837# Official Software Version: (0003000016000702)
#*2337# Permanent Registration Beep
#*2474# Charging Duration
#*2834# Audio Path (Handsfree)
#*3270# DCS Support Activate/Deactivate
#*3282# Data Activate/Deactivate
#*3476# EGSM Activate/Deactivate
#*3676# FORMAT FLASH VOLUME!!!
#*4760# GSM Activate/Deactivate
#*4864# White Screen
#*7326# Accessory
#*7683# Sleep variable
#*3797# Blinks 3D030300 in RED
#*7372# Resetting the time to DPB variables
#*3273# EGPRS multislot (Class 4, 8, 9, 10)
#*7722# RLC bitmap compression Activate/Deactivate
#*2351# Blinks 1347E201 in RED
#*2775# Switch to 2 inner speaker
#*7878# FirstStartup (0=NO, 1=YES)
#*3838# Blinks 3D030300 in RED
#*2077# GPRS Switch
#*2027# GPRS Switch
#*0227# GPRS Switch
#*0277# GPRS Switch
#*22671# AMR REC START
#*22672# Stop AMR REC (File name: /a/multimedia/sounds/voice list/ENGMODE.amr)
#*22673# Pause REC
#*22674# Resume REC
#*22675# AMR Playback
#*22676# AMR Stop Play
#*22677# Pause Play
#*22678# Resume Play
#*77261# PCM Rec Req
#*77262# Stop PCM Rec
#*77263# PCM Playback
#*77264# PCM Stop Play
#*22679# AMR Get Time
*#8999*364# Watchdog ON/OFF
*#8999*427# WATCHDOG signal route setup
*2767*3855# = Full Reset (Caution every stored data will be deleted.)
*2767*2878# = Custom Reset
*2767*927# = Wap Reset
*2767*226372# = Camera Reset (deletes photos)
*2767*688# Reset Mobile TV
#7263867# = RAM Dump (On or Off)
*2767*49927# = Germany WAP Settings
*2767*44927# = UK WAP Settings
*2767*31927# = Netherlands WAP Settings
*2767*420927# = Czech WAP Settings
*2767*43927# = Austria WAP Settings
*2767*39927# = Italy WAP Settings
*2767*33927# = France WAP Settings
*2767*351927# = Portugal WAP Settings
*2767*34927# = Spain WAP Settings
*2767*46927# = Sweden WAP Settings
*2767*380927# = Ukraine WAP Settings
*2767*7927# = Russia WAP Settings
*2767*30927# = GREECE WAP Settings
*2767*73738927# = WAP Settings Reset
*2767*49667# = Germany MMS Settings
*2767*44667# = UK MMS Settings
*2767*31667# = Netherlands MMS Settings
*2767*420667# = Czech MMS Settings
*2767*43667# = Austria MMS Settings
*2767*39667# = Italy MMS Settings
*2767*33667# = France MMS Settings
*2767*351667# = Portugal MMS Settings
*2767*34667# = Spain MMS Settings
*2767*46667# = Sweden MMS Settings
*2767*380667# = Ukraine MMS Settings
*2767*7667#. = Russia MMS Settings
*2767*30667# = GREECE MMS Settings
*#7465625# = Check the phone lock status
*7465625*638*Code# = Enables Network lock
#7465625*638*Code# = Disables Network lock
*7465625*782*Code# = Enables Subset lock
#7465625*782*Code# = Disables Subset lock
*7465625*77*Code# = Enables SP lock
#7465625*77*Code# = Disables SP lock
*7465625*27*Code# = Enables CP lock
#7465625*27*Code# = Disables CP lock
*7465625*746*Code# = Enables SIM lock
#7465625*746*Code# = Disables SIM lock
*7465625*228# = Activa lock ON
#7465625*228# = Activa lock OFF
*7465625*28638# = Auto Network lock ON
#7465625*28638# = Auto Network lock OFF
*7465625*28782# = Auto subset lock ON
#7465625*28782# = Auto subset lock OFF
*7465625*2877# = Auto SP lock ON
#7465625*2877# = Auto SP lock OFF
*7465625*2827# = Auto CP lock ON
#7465625*2827# = Auto CP lock OFF
*7465625*28746# = Auto SIM lock ON
#7465625*28746# = Auto SIM lock OFF
Type *#9998*627837793# Go to the ‘my parameters’ and there you will find new menu where you can unlock phone.(not tested-for samsung C100)
To unlock a Samsung turn the phone off take the sim card and type the following code *#pw+15853649247w# .
Java status code: #*53696# (Samsung X600)
If you want to unlock your phone put a sim from another company then type *#9998*3323# it will reset your phone. Push exit and then push 7, it will reset again. Put your other sim in and it will say sim lock, type in 00000000 then it should be unlocked. Type in *0141# then the green call batton and it’s unlocked to all networks. This code may not work on the older phones and some of the newer phones. If it doesn’t work you will have to reset your phone without a sim in it by typing *#2767*2878# or *#9998*3855# (not tested)

Friday, August 23, 2013

কিভাবে iPhone বা iPad এর Passcode Reset করবেন যদি আপনি ভুলে যান

আপনি যদি আপনার iPhone, iPad বা iPod Touch  পাসকোড ভুলে জান বা তা Crash করে  তা ব্যবহার করতে পারতেছেন না তাহলে আপনি এটাকে সম্পূর্ণভাবে Lock Screen বাইপাস করতে পারেন  এবং ''Passcode'' পুনরায় সেট করতে পারেন Recovery Mode ব্যবহার করে।
Warning: এটি আপনার iPhone বা iPad কে restore করার প্রয়োজন হবে, এই মানে আপনি ডিভাইসের সকল তথ্য হারাবেন এবং তা পোনরায় Factory সেটিংস এ ফিরে অাসবে (হিসাবে একটি নতুন ফোন) যদি আপনি আগে ব্যাকআপ না করে থাকেন। 

Step 1Jewel MacBook Pro
  • iPhone er sathe Laptop/PC USB সংযোগ টা রেখে দিন। তারপর অাপনার Laptop বা PC তে ''iTunes'' টা Launch করোন।
  • অাপনার iPhone বা iPad এর ''Home and Power'' button টা একসঙ্গে চেপে ধরে রাখুন 10-12 seconds এর মত Device টা Turn off হওয়ার জন্য।
  • যেইমাত্র আপনার Device টা ON হতে লাগবে, iPhone এর ''Home Button'' টা চেপে ধরে রাখুন এবং ''Power Button'' টা চেরে দিন।
  • আপনি দেখতে পারবেন যে আপনার Device টা এখন iTunes সংযোগ দেখাচ্ছে।Jewel MacBook Pro
Step 2
  • তারপর iPhone বা iPad কে USB তারের সঙ্গে khule  পুনরায় সংযোগ স্থাপন করুন Laptop বা PC র সঙ্গে।
  • এইবার আপনি আপনার Laptop এর মধ্যে একটি সতর্কতা বার্তা 'দেখা যাচ্ছে যে ''iTunes appears that an iPhone in recovery mode has been detected’'।
  • এখন আপনার iPhone টি ''Recovery Mode'' এ আছে।
  • আপনার iPhone বা iPad টাকে এখন restore করা আবশ্যক। laptop/pc এর iTunes থেকে “Summary” তা click করে।
  • ITunes-এর মধ্যে "Restore" button ক্লিক করুন।Jewel MacBook Pro
Note: আপনার iPhone বা iPad কে এখন স্পর্শ করবেন না, Restore সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করুন।
যখন Restore কর্ম সমাপ্ত হবে, আপনার ফোন টি ফ্যাক্টরি সেটিংস তে পরিনত হবে. তারপর আপনি যা খুশী আবার Passcode বা Setting Change করতে পারবেন।

Wednesday, July 24, 2013

আপনার iphone-টি Lock নাকি Unlocked এখনি চেক করে নিন:-

কারন আমি আমি যখন আমার মোবাইলটি ক্রয় করি তখন অনেকেই বলেছে বাংলাদেশে iphone -এ SIM সাপোর্ট দেয়না ।তাই অনেকের কাছেই এর জন্য সাহায্য ছেয়েছিলাম কিন্তু এর কোন ভালো সমাধান পাইনা । আর আমাদের দেশের বেশীরভাগ iphone - ই বাহিরের দেশে থেকে হয় ভাই,বাবা কিংবা নিজেই ক্রয় করে আনা হয় । তাই আমরা এটি চেক করার জন্য অনেকেই হতাশা ভোগ করি । তাদের জন্যই বলছি এখনি চেক করুন , আপনার মোবাইলটি আনলক কিনা ।

আসুন এবার চেক কেরে নিন আপনার মোবাইল:-

চেক করার জন্য এখানে ছবিটির উপর ক্লিক করুন


 




:arrow: (1) এখানে আপনার মোবাইলের IMEI নাম্বারটি দিন ।
:arrow: (2) এবং IMEI লেখায় click করুন ।
এখন দেখুন আপনার মোবইলের সম্পুর্ন বিস্তারিত চলে আসছে ।

Monday, July 8, 2013

WINDOWS 8 অ্যাপ স্টোর থেকে পেইড অ্যাপ নামান ফ্রীতে।

মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮।উইন্ডোজ ৮ এর প্রধান আকর্ষণ অ্যাপ স্টোর।উইন্ডোজ স্টোরের অ্যাপগুলো দারুন।ফ্রী এবং পেইড দুই ধরনের অ্যাপ আসে।সবগুলু অ্যাপই দারুন।অ্যাপ ছাড়া উইন্ডোজ ৮ এ মজা নেই।আজ আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ স্টোর এর অ্যাপগুলো ফ্রীতে ব্যাবহার করা যায়।
প্রথমে উইন্ডোজ ৮ এর স্টার্ট মেনু থেকে স্টোরে ক্লিক করুন।
এবার পছন্দের অ্যাপ ডাউনলোড করুন।
এবার এখান থেকে ফাইল টি ডাউনলোড করুন।
http://dl.dropbox.com/u/97892114/wsservice_crk.rar
এবার ফাইলটি Extract করুন।
ফোল্ডারটি ওপেন করুন।এবার release ওপেন করুন।তারপর wscrack_32(৩২ বিট) অথবা wscrack_64(৬৪ বিট)।এবার installer ওপেন করুন এবং install এ ক্লিক করুন।তারপর wscrack_anycpu\TokensExtractor.exe ওপেন (run as administrator) করুন।
এবার ডাউনলোডকৃত অ্যাপটি সিলেক্ট করে Crack It! এ ক্লিক করুন।
ব্যাস এবার আপনা অ্যাপটি ফুলভার্সন হয়ে গেল।
কোন সমস্যা হলে Comment করুন।

Wednesday, July 3, 2013

জেনে নিন deep freeze সফটওয়ার সম্পর্কে এবং এর পরিপূর্ন ব্যবহার

deep freeze একটি সফটওয়ার যেটা ইনস্টল করার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারের যাবতীয় ফাইল পুনরায় আগের মত দেখতে পাবেন মানে কোন কিছুই পরিবর্তন হবে না । এর ফলে আমরা অনাকাঙ্খিত ভাইরাস থেকেও মুক্তি পাবেন ।
এর সুবিধাসমূহঃ
১ . ভাইরাস থেকে c ড্রাইভ সম্পূর্নভাবে নিরাপদ থাকবে । মানে সিস্টেম ফাইলগুলো ভাইরাস থেকে মুক্তি পাবে ।
২ . অন্য কেউ আপনার কম্পিউটারে অনাকাঙ্খিত ফাইল প্রবেশ বা ডিলেট করতে পারবে না ।
ইনস্টল করার পদ্ধতিঃ
প্রথমেই আপনাকে DeepFreeze 5.০ থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে হবে । তারপর আপনি এটি ইনস্টল করুন । এখানে যদি আপনি চান যে আপনার হার্ডডিস্কের সকল ড্রাইল এই সফটওয়ার এর অধীনে রাখবেন তাহলে সকল ড্রাইভ সিলেক্ট করাই থাকবে শুধু ইনস্টল করে নিন । সকল ড্রাইভ করলে আপনি অসুবিধায় পরতে পারেন মানে যখন আপনি কিছু কপি করে রাখবেন তা Restart কদেয়ার পরপরই চলে যাবে । তাই সবচেয়ে ভাল হয় আপনি শুধু C ড্রাইভটি ক্লিক করুন ।যাতে C ড্রাইভের অবান্চিত ফাইলগুলো পরে যায় । ইনস্টল হওয়ার পরপরই এটা সয়ংক্রিয়ভাবে Restart নিবে । পরে কম্পিউটার চালু হলে yes ক্লিক করুন । অথবা deep freeze এর ট্রাই আইকনে Shift চেপে ডাবল ক্লিক করুন এবং পাসওয়ার্ড দিন । যাতে অন্যকেউ তা আনইনস্টল করতে না পারে । ইনস্টল করা খুবই সহজ । সাধারন সফটওয়ার এর মতই এটি ইনস্টল করতে হবে ।

আনইনস্টল করার পদ্ধতিঃ
deep freeze সফটওয়ারটি যেহেতু Add or Remove অপশনে পাওয়া যায় না এবং স্টার্টআপ অপশনেও খুজে পাওয়া যাবে না। তাই এটি প্রথম আপনাকে ডিসেবল করতে হবে । এটি আনইনস্টল করতে হলে আপনাকে deep freeze এর ট্রাই আইকনে Shift চেপে ডাবল ক্লিক করতে হবে । এরপর আপনার দেয়া পাসওয়ার্ডটি দিন ।

Boot Thawed অপশনটি ক্লিক করে Restart দিন । এরপর আপনাকে deep freeze ইনস্টল করার সফটওয়ারটি ডাবলক্লিক করতে হবে । পরেই তা আনইনস্টল হওয়া শুরু করবে ।

তো আশা করি খুব ভালভাবেই বুঝেছেন deep freeze এর ব্যবহারের সুফল এবং ব্যবহারবিধি । সবাইকে ধন্যবাদ...............