Tuesday, May 8, 2012

এক নজরে আমাদের মীরসরাই উপজেলা :

 
আয়তন : ৪৮২.৮৮ বর্গ কিলোমিটার

জনসংখ্যা : ৩৬৮,৯৫০ জন

ক) পুরুষ-৪৯.০৯%

খ) মহিলা -৫০.৩৭%

গ) মুসলিম-৮৫.০৯%

ঘ) হিন্দু-১৩.১২%

ঙ) অন্যান্য-১.৬৯%

লোক সংখ্যার ঘনত্ব ঃ ৭৬৪ জন ( প্রতি বর্গ কিলোমিটারে)

নির্বাচনী এলাকা : ২৭৮, চট্টগ্রাম-১, মীরসরাই ।

খানা/ইউনিয়ন : ৬৯,১৮৪ পরিবার

ইউনিয়ন : ১৬ টি

পৌরসভা : ২টি

মৌজা : ১১৩টি

শিক্ষার হার : ৫২.০১%

সরকারী প্রাথমিক বিদ্যালয় : ১৪৫ টি

সর: রে: প্রা: বি: : ২৩ টি

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় : ১৪টি

বেসরকারী আন রে: প্রা: বি: : ১২টি

কেজি স্কুল : ১২টি

মাদ্রাসা : ২৪টি

স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা : ১৬টি

বেসরকারী ডিগ্রী কলেজ : ৩টি

ইন্টারমিডিয়েট কলেজ : ২টি

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ- ০১টি

মসজিদ : ৫২০টি

মন্দির : ২৬টি

প্যাগোডা : ০৯টি

চার্চ : ০৪টি

উপজেলা /আভ্যন্তরীন যোগযোগ ব্যবস্থা:

ক) পাকা রাস্তা- ০১১৩.৩০কি:মি:

খ) আধাপাকা- ০১০৮ কি:মি:

গ) কাঁচা- ১০৭২.৬০ কি:মি:

খাদ্য গুদাম : ০২টি

মিলনায়তন : ০১টি ( উপজেলা পরিষদ মিলনায়তন )

রেজিষ্টার্ড ক্লাব/সংগঠন : ৯৩টি

পাবলিক লাইব্রেরী : ১টি(জেলা পরিষদ কর্তৃক পরিচালিত)

রেল ষ্টেশন : ৪টি

টেলিফোন এক্সচেঞ্জ : ০১টি

পোষ্ট অফিস : ৩০টি

হাটবাজার : ৩৪টি

ব্যাংক : ২৪ টি

সরকারী হাসপাতাল : ১টি ( ৫০ শয্যা বিশিষ্ট)

স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক : পরিবার কল্যাণ কেন্দ্র- ১৬টি, ইউনিয়ন সাব সেন্টার- ১১টি, কমিউনিটি

ক্লিনিক- ১৮টি, বেসরকারী ক্লিনিক- ০৩টি ।

রেজিষ্টার্ড এতিমখানা : ১৬টি

অফিসার্স ক্লাব ঃ ০১টি

প্রেস ক্লাব : ০১টি

পত্রিকা : পাক্ষিক খবরিকা, মাসিক চলমান মীরসরাই, মাসিক মীরসরাই

ডাক বাংলো : জেলা পরিষদ কর্তৃক পরিচালিত- ০১টি, বন বিভাগ কর্তৃক পরিচালিত- ০১টি

বেসরকারী এনজিও সংস্থা কর্তৃক পরিচালিত ০২টি ।

আদিবাসী : করেরহাট, মীরসরাই, খৈয়াছরা ও ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ী

এলাকার প্রায় ১২০০ ত্রিপুরা নৃতাত্ত্বিক জনগোষ্ঠি পরিবার বসবাস করে ।

পানীয় জল সংক্রান্ত : প্রায় ৯০% এলাকায় পানীয় জলে মাত্রারিক্ত আর্সেনিক ও আয়রন রয়েছে ।

ইলিশ প্রজনন কেন্দ্র : এ উপজেলার সাগর উপকুলে সাহেরখালি ও হাইতকান্দি পয়েন্টে অবস্থিত

নদ-নদী : ফেনী নদী ও মুহুরী নদী ।

উপজেলা ভূমি অফিস ঃ এ অফিসের আওতায় ০২ টি আদর্শগ্রাম রয়েছে, যাতে ৮০ টি পরিবারকে

পূনর্বাসন করা হয়েছে। ০১ টি আশ্রয়ণ প্রকল্প ও ০৩ টি আবাসন প্রকল্প রয়েছে, যাতে মোট ৫৬০টি

পরিবারকে পূনর্বাসন করা হয়েছে। মোট ০৬ টি বালু মহাল রয়েছে। তম্মধ্যে ০৩ টি বালু মহাল

জেলা হতে ইজারা প্রদান করা হয়েছে এবং অপর ০৩টি বালু মহাল ইজারা না হওয়ায় খাস

কালেকশন করা হচ্ছে। উক্ত উপজেলা ভূমি অফিসের আওতায় ০৮ টি ইউনিয়ন ভূমি অফিসের

মাধ্যমে ২০০৯-১০ অর্থ বছরে সাধারণ খাতে দাবীর পরিমান ১৯,৯১,৬৮০/= টাকা এবং এ পর্যন্ত

আদায়ের পরিমান ৬,২১,৭৪০/= টাকা এবং সংস্থা খাতে দাবীর পরিমান ৮০,৭৩,১৫৫/= টাকা

এবং এ পর্যন্ত আদায়ের পরিমান ৬১,১৬৯/= টাকা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ঃ এ অফিসের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি প্রদান

কার্যক্রম চালু আছে। ২০০৯-১০ অর্থ বছরে এখনও বরাদ্দ পাওয়া যায়নি। ২০১০ সালে বিনামূল্যে

বই বিতরণ কার্যক্রম শুরু হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ঃ এ অফিসের আওতায় মোট ১৪৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৩ টি

বেসরকারী ও রেজিঃ প্রাঃ বিদ্যালয় এবং ১৪ টি কমিউনিটি প্রাঃ বিদ্যালয়ে ২০০৯ শিক্ষা বর্ষে

৫৫,২১৬ জন শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে। মোট ১১০১ জন শিক্ষকের মধ্যে ১০৪০ জন শিক্ষক

কর্মরত রয়েছে। ৬১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে।

উপবৃত্তি সংক্রান্ত তথ্য ঃ মোট ১৭৯ টি সুবিধাভোগী বিদ্যালয়ে সর্বমোট ১৫,১৪০ জন সুবিধাভোগী

শিক্ষার্থীকে বর্তমান শিক্ষাবর্ষে উপবৃত্তি প্রদান করা হচ্ছে।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সংক্রান্ত তথ্য ঃ ২০০৯ শিক্ষা বর্ষ হতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

আরম্ভ করা হয়েছে। এ বছর মোট ৫৪০৬ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ও

৪৮০০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৯%।

উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরঃ এর আওতায় ২০০৮-০৯ অর্থ বছরে ০৬ টি উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন কাজ

চলছে। প্রতিটি বিদ্যালয়ে ৪৪ লক্ষ টাকা করে মোট ২.৬৪ কোটি টাকার কাজ চলছে। কাজের

অগ্রগতি ৮৫%।

উপজেলা মৎস্য অফিস ঃ এ অফিসের আওতায় ২০০৮-০৯ অর্থ বছরে ৫০৪ জন লোককে প্রশিক্ষণ প্রদান

প্রদান পূর্বক দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় ৬.১১ লক্ষ টাকা এবং মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ

প্রকল্পের আওতায় ১.৪০ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

উপজেলা পশু সম্পদ অফিস ঃ এ অফিসের মাধ্যমে দারিদ্র বিমোচন ছাগল উন্নয়ন কর্মসূচীর আওতায় ৬৬ জন

কে ৩.৭৫ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

ক্ষুদ্র ঋণ তহবিল প্রকল্পের আওতায় ৪৫ জনকে ২.৬০ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

হাঁস/মুরগী পালন প্রকল্পের আওতায় ১২ জনকে ২.০০ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে।

পশুসম্পদ উন্নয়ন আত্মকর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র দূরীকরণ প্রকল্পের আওতায় ১৩১ জনকে

৮.৩৭ লক্ষ টাকা ঋণ প্রদান করা হয়েছে। ঋণ আদায় কার্যক্রম সন্তোষজনক।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরঃ এ অফিসের মাধ্যমে ২০০৮-০৯ অর্থ বছরে ০২ টি গভীর নলকুপ এবং

৩২ টি অগভীর নলকুপ বরাদ্দ পাওয়া গিয়েছে। মীরসরাই উপজেলা ৮৫% স্যানিটেশনের আওতায়

এসেছে। মীরসরাই উপজেলায় আর্সেনিক এর মাত্রা ৩৯.৭৭% এবং অর্সেনিক রোগীর সংখ্যা

৪০ জন। আর্সেনিক এর ভয়াবহতা থেকে রক্ষার জন্য মীরসরাই উপজেলায় ৫০০০ টি গভীর

নলকুপ বসানো প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেকা্রঃ ৫০ শয্যা বিশিষ্ট মস্তাননগর হাসপাতালে ০৭ জন ডাক্তারের পদ শূন্য রয়েছে।

জেনারেটর ও বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট রয়েছে। তাছাড়া টেলিফোন ও গ্যাস সংযোগ অতীব

প্রয়োজন ।
riazmirctg@yahoo.com.

No comments:

Post a Comment