Wednesday, January 16, 2013

Firefox 4 বাংলা পড়া ও লেখা সমস্যার সমাধান

আপনারা যারা অভ্র সফটওয়্যার ব্যবহার করেন তারা avro সেট আপ করার সময় নিশ্চয়ই complex script সেট আপ দিয়েছেন। যদি complex script না বুঝা যায় তাহলে ঝামেলা না করে internet থেকে solaiman lipi font ডাউনলোড করে control panel->font(Xp) এ গিয়ে ফন্ট টা কপি করে paste করে দিন।
এর পর নিচের screen shot অনুসরণ করুন।
প্রথমে ফায়ারফক্স এর tools->options এ গেলে নিচের screen আসবে।এখানে default font হিসেবে অন্য font থাকবে।
ফায়ারফক্স
আপনার কাজ হল default font এর পাশে যে advanced tab আছে সেটাতে click করুন।
তারপর নিচের screen এর মত সেটিং করে দিন। default character encoding অবশ্যই Unicode(Utf-8) select করবেন।তারপর Firefox restart করুন।আশা করি সমাধান হবে।

এটা অন্য ইউনিকোড বাংলা  font দিয়েও করা যায়। যেহেতু solaiman lip ফন্ট বাংলার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর তাই এটা দিয়ে দেখলাম।
SoiaimanLipi download করুন এখান