Monday, July 8, 2013

WINDOWS 8 অ্যাপ স্টোর থেকে পেইড অ্যাপ নামান ফ্রীতে।

মাইক্রোসফট এর নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৮।উইন্ডোজ ৮ এর প্রধান আকর্ষণ অ্যাপ স্টোর।উইন্ডোজ স্টোরের অ্যাপগুলো দারুন।ফ্রী এবং পেইড দুই ধরনের অ্যাপ আসে।সবগুলু অ্যাপই দারুন।অ্যাপ ছাড়া উইন্ডোজ ৮ এ মজা নেই।আজ আমি আপনাদের দেখাব কিভাবে উইন্ডোজ স্টোর এর অ্যাপগুলো ফ্রীতে ব্যাবহার করা যায়।
প্রথমে উইন্ডোজ ৮ এর স্টার্ট মেনু থেকে স্টোরে ক্লিক করুন।
এবার পছন্দের অ্যাপ ডাউনলোড করুন।
এবার এখান থেকে ফাইল টি ডাউনলোড করুন।
http://dl.dropbox.com/u/97892114/wsservice_crk.rar
এবার ফাইলটি Extract করুন।
ফোল্ডারটি ওপেন করুন।এবার release ওপেন করুন।তারপর wscrack_32(৩২ বিট) অথবা wscrack_64(৬৪ বিট)।এবার installer ওপেন করুন এবং install এ ক্লিক করুন।তারপর wscrack_anycpu\TokensExtractor.exe ওপেন (run as administrator) করুন।
এবার ডাউনলোডকৃত অ্যাপটি সিলেক্ট করে Crack It! এ ক্লিক করুন।
ব্যাস এবার আপনা অ্যাপটি ফুলভার্সন হয়ে গেল।
কোন সমস্যা হলে Comment করুন।

No comments:

Post a Comment