ব্লগ কেন বানায়?
অনেকে অনেক কারনে ব্লগ তৈরি করে থাকে, যেমন- নোট, ডাইরি, ব্যক্তিগত, শেয়ারিং, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হল Google Ad sense থেকে টাকা কামানো। ইত্যাদি নানান কারনে প্রতিদিন হাজার হাজার নতুন ব্লগ তৈরি হচ্ছে...

এ আপার পোস্ট এর টাইটেল দিন, নিচে পোস্টটি লিখুন, Labels এ পোস্ট এর বিষয় লিখুন।
অনেকে অনেক কারনে ব্লগ তৈরি করে থাকে, যেমন- নোট, ডাইরি, ব্যক্তিগত, শেয়ারিং, তবে সবচেয়ে বেশি জনপ্রিয় হল Google Ad sense থেকে টাকা কামানো। ইত্যাদি নানান কারনে প্রতিদিন হাজার হাজার নতুন ব্লগ তৈরি হচ্ছে...
যে ভাবে ব্লগস্পট এ ব্লগ তৈরি করবেন-
Sign up for a blog at blogger-
- প্রথমে http://www.blogger.com যান।
- আপনার G mail এর User Name and Password (যেটা আপনি blogger এ সবসময়ে use করবেন ) সেটা দিন।
- এবার নিচের মতো একটি উইন্ডো আসবে।
- “Blog Title” এ আপনার ব্লগ এর টাইটেল দিন।
- “Blog address (URL) এ আপনার ব্লগ এর Address দিন।
- দিয়ে Cheek Available এ ক্লিক করুন, যদি আপনার (URL) ফ্রী থাকে তবে Available দেখাবে।
- নিচের কেপছা দিয়ে দিন।
- এখান থেকে ব্লগ এর জন্য একটি সুন্দর টেম্পলেট পছন্দ করে CONTINUE চাপুন.
- আপনার ব্লগ তৈরী, এবার “START BLOGGING” এ ক্লিক করুন.
- এবার লক্ষ্য করুন এখানে Posting,
- Setting
- Design
- Monetize
- Edit Post
- Edit Pages
- Comment Moderation অফশন আছে।
- এবার Posting এ ক্লিক করুন, Title
এ আপার পোস্ট এর টাইটেল দিন, নিচে পোস্টটি লিখুন, Labels এ পোস্ট এর বিষয় লিখুন।
সবার পরে PUBLISH POST এ ক্লিক করুন। এবার VIEW BLOG দিন।